বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
রাজাপুরে ৫০০ গ্রাম গাজা সহ সঞ্জয় পাল (৩৫) এবং রঞ্জন কুমার দাস (৩০) নামের দুই জনকে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক মাঈনউদ্দিন জানান,মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই মো: আতিকুর রহমান এবং ফোর্সসহ আজ বিকেলে নৈকাঠি বাজারে অবস্থান নিয়ে ৪.০৫ মিনিটে রাজাপুরের সাতুরিয়া এলাকা হইতে ৫০০ গ্রাম গাজা সহকারে পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকার ধীরেন চন্দ্র পাল এর ছেলে সঞ্জয় পাল (৩৫) এবং গুয়াবাড়িয়া এলাকার রাখাল চন্দ্র দাস এর ছেলে রঞ্জন কুমার দাস (৩০) নামের দুই জনকে হাতেনাতে আটক করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।