ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নূর মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ (২জুলাই) শুক্রবার সকালে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নুর মোহাম্মদ রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রয়াত মইনউদ্দিনের ছেলে।
মেডিকেল সুত্রে জানাগেছে, নূর মোহাম্মদ অসুস্থ্য হয়ে গত ২৭ জুন উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। করোনা টেস্টের পরে ২৯ জুন তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আজ ২ জুলাই শুক্রবার সকালে চিকিৎসা অবস্থায় করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।