ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলর শাখার আয়োজনে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়াম এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হেদায়েতুল ফয়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুম্মান গাজী আল- আমিন ও সহ সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ান সদস্য (পীর সাহেব কারীমপুর) অল্লামা নুরুল হুদা ফয়েজী, প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন। বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজাপুর উপজেলা শাখার আলহাজ মাওলানা মুফতি আসাদুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরাম রাজাপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ফজলে আলী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি কারী মোঃ তাওহিদুল ইসলাম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আল আমিন দোহারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বাইজিদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সভাপতি মুহা. রফিকুল ইসলাম (সজিব), ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার মোঃ হুমায়ুন কবির হাওলাদার প্রমুখ।
রাজাপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গন সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।