ঝালকাঠি প্রতিবেদকঃ
ঝালকাঠির রাজাপুরে রাজমিস্ত্রী আবুল বাশার হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় রাজাপুর থানার সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত আবুল বাশারের পরিবার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, বাশারের স্ত্রী আসমা, মা মনোয়ারা বেগম ও পুত্র আমিনুল ইসলাম, মেয়ে মরিয়ম ও বোন কুরছিয়া বেগম, সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা, সন্ত্রাসী নাজমুল হাসানকে চাঁদা না দেওয়ায় অপরাধে আবুল বাশারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান। নাজমুল হাসান সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসী। গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় খুন হন রাজমিস্ত্রী আবুল বাসার হাওলাদার। ঐদিন বিকেলে নিহতের স্ত্রী আসমা বাদী হয়ে রাজাপুর থানায় দুজনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের নামে হত্যার মামলা দায়ের করেন। র্যাব এ ঘটনায় ঢাকার গাজীপুরের শ্রীপুর থেকে মঙ্গলবার বিকেলে প্রধান আসামি নাজমুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাজমুল বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে। নিহত রাজমিস্ত্রী আবুল বাসার দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনার মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।