পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
০৯ জুলাই শুক্রবার ভোর ৫ টায় উপজেলার পাকশী এলাকা থেকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে শুক্রবার ভোর ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালানোর সময় বাঘা থানার আড়ানী নিজ বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে চার বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ একলাখ ৩২ হাজার টাকা এবং দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
উল্লেখ্য যে, ইতোপূর্বে মেয়রের অনুপস্থিতে আইন-শৃঙ্খলা বাহিনী তার বাসায় অভিযান চালিয়ে নগদ এক কোটি টাকা, ত্রিশ লক্ষ টাকার চেক, চারটি আগ্নেঅস্ত্র, বিপুল পরিমান গুলি উদ্ধার করে। এ সময় তার স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করে।