মোবাইল ফোনে ছেলে বন্ধুদের সঙ্গে কথা বলতে নিষেধ করায় বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ১৪ বছরের এক কিশোরী। ভারতের ছত্তিশগঢ়ে এ ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার ছত্তিশগড়ের খয়রাগড়-চুইখাদান-গান্দাই জেলা আমলিদিহকলা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই কিশোরীকে আটক করেছে।
আটক কিশোরী পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন সে ও তার ১৮ বছর বয়সী বড় ভাই বাড়িতে ছিল। পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন কাজে বাইরে ছিল। এ সময় তার ভাই ‘ছেলে বন্ধুদের সাথে কথা বলে’ এমন অভিযোগ তুলে গালিগালাজ করে এবং মোবাইল ফোন তার কাছ থেকে কেড়ে নেয়। এর কিছু সময় পর তার ভাই যখন ঘুমিয়ে পড়েন তখন ওই ক্ষুব্ধ কিশোরী ধারালো কুড়াল দিয়ে ভাইয়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের পর মেয়েটি গোসল করে এবং তার জামায় লেগে থাকা রক্তের দাগ পরিষ্কার করে। এরপর প্রতিবেশিদের ডেকে জানায়, তার ভাইকে সে খুন করেছে।
পুলিশ জানায়, কিশোরীটি তার ভাইকে হত্যার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে একটি হত্যামামলা নথিভুক্ত করা হয়ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।