জনতার খবর ডেক্সঃ বার্সার হয়ে মেসির বিদায় ভাষণের সময় স্টেজে উঠেই কা’ন্নায় ভে’ঙে পড়েন এলএমটেন। ঠিক তখনই মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো মেসির কাছ একটি রুমাল এগিয়ে দেন চোখের পানি মুছার জন্য। মেসির ব্যবহার করা সেই রুমালটি আজ নিলামে তুলে বার্সা কর্তৃপক্ষ।
অবাক করার বিষয় হলেও সত্যি সে রুমালটি নিলাম থেকে একজন স্প্যানিশ ধনকুবের কিনে নেন ১ মিলিয়ন ডলারের বিনিময়ে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।
এর আগে প্রেস কনফারেন্স রুমে ঢুকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মেসি। অঝোরে কেঁদেছিলেন বার্সা ছেড়ে যাওয়ার সময়। কথাই বলতে পারেননি অনেকক্ষণ। এতোই কাঁদলেন যে স্বামীর আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে এগিয়ে আসলেন স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জো। টিস্যু এগিয়ে দেন চোখ-নাক মুছতে।