২৫ বছরের টগবগে ত’রু’ণ মো. সালাহ উদ্দিন। পরিবারের হাল ধরতে অল্প বয়সে পাড়ি জ’মা’ন বিদেশে। দীর্ঘ পাঁচ বছর পর সৌদি আ’র’ব থেকে দেশে ফি’রে’ন তিনি।
ক’য়ে’ক মাস আগে দেশে এসে বাবা-মায়ের প’ছ’ন্দের পাত্রীকে বিয়ে করেন। বিয়ের এক মাসের মা’থায় হঠাৎ অ’সু’স্থ হয়ে পড়েন কক্সবা’জা’রের পেকুয়া উপজে’লার রাজাখালী ইউনিয়নের ন’তু’নঘোনা এলাকার নুরুল আলমের ছে’লে সালাহ উদ্দিন। চিকিৎসকরা বলেছেন- তার দুইটি কি’ড’নি অচল হয়ে গেছে। এরই মধ্যে একাধিক মে’ডি’কে’লে চিকিৎসা নিয়েছেন তিনি। প্রবাস জীবনে জ’মা’নো সব অর্থ চিকিৎসায় ব্যয় করেছেন। সহায়-স’ম্ব’ল বিক্রি করে নিঃস্ব এখন সালাহ উদ্দিনের প’রি’বা’র। চিকিৎসকরা জানিয়েছেন-
কেউ একটা কি’ড’নি দিলে সেটি প্র’তি’স্থা’প’ন করে তাকে বাঁ’চানো সম্ভব। সালাহ উদ্দিনের প’রি’বা’রে নামে অন্ধকারের ছায়া। এদিকে, বিভিন্ন মাধ্যমে স’হা’য়’তা চাওয়া হলেও কি’ড’নি দান করে অ’সু’স্থ এ রেমিট্যান্স যো’দ্ধাকে বাঁ’চাতে এগিয়ে আসেনি কেউ। তবে বসে থাকেননি গর্ভধা’রি’নী মা ম’র্তুজা বেগম।
ছে’লেকে বাঁ’চাতে ঠিকই তিনি ছুটে গেলেন হা’স’পা’তা’লে। নিজের একটি কি’ড’নি দান করে ছে’লেকে বাঁ’চার স্বপ্ন দেখালেন।