আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, করোনা দুর্যোগেও বিএনপি’র শীর্ষ নেতারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব তো সুযোগ পেলেই মিথ্যাচার করেন।
সোমবার (২ আগস্ট) রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ প্রাঙ্গণে শেখ হাসিনা’র মানবিক উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুলরা সরকারের কোনো উন্নয়ন দেখেন না। ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে, পায়রা বন্দর হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াট থেকে চব্বিশ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে, কর্ণফুলী টানেল হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ দেশে নানান উন্নয়ন হচ্ছে। এগুলোর কোনোটিই বিএনপি’র চোখে পড়ে না।
ডিসেম্বরের মধ্যে আশি ভাগ জনগণকে টিকার আওতায় আনতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাদের প্রশ্ন, এক সপ্তাহে কি এক কোটি লোককে টিকা দেওয়া যায়? পর্যাপ্ত টিকা মজুদ আছে। এক সপ্তাহে দেশের প্রতিটি ইউনিয়নে পাঁচ হাজার জনকে টিকা দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে এক কোটিরও বেশি মানুষ টিকার আওতায় আসবে।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল, যেটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই ত্রাণ কার্যক্রম চলবে। যারা বিত্তবান আছেন, তাঁদের প্রতি আমি আগেও আহ্বান জানিয়েছি, আজও আহ্বান জানাচ্ছি, অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।