ঝালকাঠি প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি‘র উন্নত বাংলাদেশ বিনির্মানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম“ শীর্ষক জাতীয় সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সভাকক্ষ ও জুম প্লাটফরমে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে জনাব মোঃ ফরিদুল হক খান এমপি প্রধান অতিথি ছিলেন।
হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্ট এর সিনিয়ার ভাইস চেয়ারম্যান নারায়ন চন্দ্র চন্দ এমপি ও একই প্রতিষ্ঠানের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন শীল গোপাল এমপি , ধর্মবিষয়ক মন্ত্রনালয় সচিব মোঃ নূরুল ইসলাম , হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল ও সচিব ড. দিলীপ কুমার ঘোষ। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাস। সভায় জুম প্লাটফরমে ঝালকাঠি জেলার বিভিন্ন শ্রেণি পেশার ৯জন সহ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ৬৪ জেলার প্রায় ১১ শত ব্যক্তি এতে অংশ গ্রহন করেন।
মান সম্মত শিক্ষা প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, অসম্প্রদায়িক সমাজ বিনির্মান ও নৈতিকতা বিকাশ সাধন ও আর্থ-সামাজিক উন্নয়ন সাধন লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি দীর্ঘস্থায়ীত্ব এবং রাজস্ব খাত ভুক্ত করার প্রস্তাব করেছে বিভিন্ন বক্তারা। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের প্রকল্পের আওতায় বাংলাদেশে ৬৪ জেলার ৪৯২ টি উপজেলায় ৬৪৫০ টি শিক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রাক- প্রাথমিক ৫৮০ টি ও বয়স্ক কেন্দ্র ২৫০ টি এবং গীতা শিক্ষা কেন্দ্র ৪০০ টি রয়েছে। ৭,৬৭,০০০ জন এই কেন্দ্রের আওতায় শিক্ষার্থী রয়েছে