ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় গাঁজা বহনকারী গাড়িটি (ঢাকা মেট্রো গ-২৯-৫২১০) আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের নেতৃত্বে শুক্রবার রাতে এ অভিযান পরিচালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন রামপুর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী টয়োটা প্রোবক্স ব্র্যান্ডের প্রাইভেট কার তল্লাশি করে পেছনে কৌশলে রক্ষিত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ দুইজনকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, মোহাম্মদ আলী (৪৫), পিতা- মৃত ছাবেদ আলী, সাং মহনপুর দক্ষিণ পাড়া, পো: ধর্মঘর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ও মো: জুয়েল মিয়া(৩০), পিতা- মো: শাহজাহান মিয়া, সাং-জিহাদীপুর, ইউ.পি- আউশকান্দি, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
আসামিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে জানাগেছে। আটককৃত প্রাইভেট কারের প্রকৃত মালিক কে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।