জনতার খবর ডেক্সঃ
বীর মুক্তিযোদ্ধা হাজী আলমগীর হোসেন মৃত্যু হয়েছে ( ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
গত কাল ১ আগষ্ট রোববার সকাল ৭টায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার পুত্রসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।
মরহুমের প্রথম নামাজে জানাজা রোববার ঢাকার শেওরাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ ২ আগষ্ট সোমবার সকাল ১০টায় কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় নামাজই জানাজা শেষে পারিবারি কবরস্থনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজী আলমগীর হোসেন, মৃত্যুর পূর্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফেডারেশনের সভাপতি, ঢাকার পূর্ব শেওরাপাড়া সৈয়দ আশ্রাফ আলী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের গভানিংবডির স্থায়ী সদস্য, শেওরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।