বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উড়িয়ে বাংলাদেশী যুবকের রেকর্ড (ভিডিও সহ)

জনতার খবর ডেক্সঃ সবচেয়ে বড় ঘুড়ি যা উড়াতেই প্রয়োজন ১০-১২ জন, বিশ্ব রেকর্ড বাংলার ছেলেদের তুমুল ভাইরাল ভিডিও । আসলে অলস সময় গুলাে কাটানাের অন্যতম মাধ্যম হচ্ছে এই ঘু,ড়ি উড়ানাে। সাে,শ্যাল মিডিয়ার । বদৌলতে আমরা ভিন্ন জাতির ও বিভিন্ন দেশের মানুষের

ঘুড়ি উড়ানাের ভিডিও গুলাে দেখতে পারি। একেক দেশের মানুষের ঘুড়ি বানানাের প্রক্রিয়া একেক রকম। এই বৈ,চিত্রের মধ্যে ও প্রায়, সকল, ধরনের ঘুড়ির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে সােশ্যাল মিডিয়া। যার সাহায্যে সকল ধরনের খবরা-খবর আমরা সহজেই জানতে পারি। শুধুমাত্র খবর জানায় নয় বিভিন্ন ধরনের রান্নাবান্না ,খাওয়া-দাওয়া, অন্যান্য দেশের চলমান পরিস্থিতি সবকিছুই এর

মাধ্যমে- জানা যায়। ঠিক তেমনি বর্তমানে ঘুড়ি বানানাে থেকে শুরু করে ঘুড়ি ওড়ানাে পর্যন্ত দেখে থাকি। সম্প্রতি এমন একটি ভিডিও সােশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়। যেখানে দেখা যায় গ্রাম বাংলার কিছু ছেলে একটি বিশাল ঘু-ড়ি বানা-য়। এই ঘুড়ি গুলাে-কে বাংলায় সকলে কয়রা বা ঝাপা বলে থাকে। মূলত

অবস্থা-নভেদে ও জাতিগত, ভাবে একেক দেশে ঘু,ড়ি গুলাের নাম একেক, রকম হয়। ভিডিওটিতে মূলত এই ঘুড়ি উড়ানাের প্রক্রিয়াকেই দেখানা হয়েছে। এবং একসাথে বিপুল পরিমাণ লােকজন সেটি দেখার জন্য এসেছে। ডিওটিতে দেখা যায় গ্রামের কিছু ছেলেপেলে একটি বড় প্রায় 57 ফুটের একটি কয়রা বানায়। কয়রা বানানাের মূল উপাদান টি হল বাঁশ ও কাগজ। মূলত বাঁশ গুলােকে কেটে পাতলা পাতলা করে কাঠির মত করে নেওয়া হয়। এরপর এটি একটি চারকোনা ফ্রেমের ন্যায় আকার দেয়া হয়।।