টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে বাধ সেজেছে বৃষ্টি। টুর্নামেন্টের শেষ দিকে এসে বৃষ্টি হয়ে গেছে আতঙ্কের নাম। এখন বাকি শুধু ফাইনাল। সেই ম্যাচেও নাকি বৃষ্টির সম্ভাবনা আছে; আবহাওয়ার পূর্বাভাস তো তাই বলছে।
গ্রুপ পর্ব ও সুপার এইটের বেশ কয়েকটি ম্যাচের পর বৃষ্টির বাধা ছিল ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালেও। এবার ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন, বার্বাডোজের ফাইনালে যদি বৃষ্টি বাগড়া দেয় তাহলে শিরোপা নির্ধারণ হবে কীভাবে।
সুপার এইটের কোনো ম্যাচ আর দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে ছিল না। ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিবাধা থাকলেও অবশ্য অতিরিক্ত সময় কাজে লাগিয়ে পুরো ম্যাচই হয়েছে। ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। শেষ পর্যন্ত যদি বৃষ্টির কারণে ম্যাচ শেষ করা না যেত, তাহলে সুপার এইটে ইংল্যান্ডের চেয়ে ভালো অবস্থানে থাকায় ফাইনালে উঠত ভারতই।
ফাইনালে বৃষ্টি চোখ রাঙাচ্ছে ঠিক; কিন্তু রিজার্ভ ডেও আছে। বার্বাডোজে অবশ্য রিজার্ভ ডেতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
ফাইনালের নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে ১৯০ মিনিট বা ৩ ঘণ্টা ১০ মিনিট। ম্যাচে ফল আনতে গেলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে ১০ ওভার করে। এই ১০ ওভার করে খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।
রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত-দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে, তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
এখানে আর টুর্নামেন্টের আগের অংশে কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল, সেটা দেখা হবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দলই অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে।