কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর দশম বিপিএলের ফাইনাল নিশ্চিত করলো ফরচুন বরিশাল। সাকিব আল হাসানদের দল রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে তামিমের বরিশাল। শামীম হোসেনের ব্যাটে ভর করে পাওয়া ১৫০ রানের লক্ষ্য মুশফিকের ফিফটিতে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে বরিশাল।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে রংপুর। জবাবে ১৮.৩ ওভারেই লক্ষ্য পার করে বরিশাল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু হয় রংপুরের। দলীয় ৯ ওভারেই ৪৮ রানে সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। ৭৭ রান উঠতে উইকেট হারায় ৭টি। তবে এই উইকেট সংখ্যা আর বাড়েনি। ২০ ওভার যখন শেষ হয়- স্কোরবোর্ডে ১৪৯ রান উঠেছে। শামীম হাসান পাটোয়ারী ২৪ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন শামীম।
এদিন ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরে যান মেহেদী। ওই ওভারের শেষ বলে ফিরে যান সাকিব আল হাসানও। এতে করে বিপাকে পড়ে সাকিবের দল। সাকিব ৪ বলে ১ রানে আউট হওয়ায় গ্যালারিতে ফেটে পড়েন তামিম ভক্তরা। একই ওভারে সাকিব ও মেহেদিকে ফিরিয়ে উল্লাসের উপলক্ষ্য আনেন সাইফউদ্দীন।
মেহেদি ২, সাকিব ১ রানে আউট হওয়ার পর মাত্র ৮ রানে ফেরেন রনি তালুকদার। নিকোলাস পুরান ১২ বল খেলে ৩ রানে ফিরে আরও বিপদে ফেলে দলকে। এর মাঝে ২২ বলে ২৮ রানের ইনিংস খেলে ফেরেন জিমি নিশাম। আর মোহাম্মদ নবী ১৫ বলে ১২ এবং নুরুল হাসান সোহান ১৭ বলে ১৪ রান করেন।
শেষ দিকে মাত্র ৩১ বলে শামীম হাসান আর আবু হায়দার রনি ৭২ রানের জুটি গড়েন। শামীম ৫ চার ও ৫ ছয়ে ৫৯ রানে অপরাজিত ছিলেন আর রনি ৯ বলে ১২ রানের ইনিংস খেলেন। বরিশালের হয়ে জেমস ফুলার ৩টি, সাইফউদ্দীন ২টি এবং মেহেদি মিরাজ ও কাইল মেয়ার্স একটি করে উইকেট নেন।