বরিশাল প্রতিনি বরিশাল মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহŸায়ক সৈয়দ আকবরের বাসায় হেলমেট-মুখোশধারী দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। গত বুধবার (৮ জানুয়ারি) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, নাজিরের পোল থেকে অনেকগুলো মোটরসাইকেলে হেলমেট ও মাংকি টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট ও ভিতরে ঢুকে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। এ সময় আরও দুটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সঙ্গে যোগ দেয়। সবাই বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম সৈয়দ আকবর জানান, একই সময় ৩০/৪০টি মোটরসাইকেলে হেলমেট ও মাংকি টুপি পরিহিত দুর্বৃত্তরা চাপাতি, রাম-দা ও হকিস্টিক নিয়ে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গøাস ভাঙচুর করে পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে নিশ্চিত করে কারও নাম বলতে পারেনি কেউই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত শেষে দ্রæত বিচার দাবি করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান ও একেএম শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, সাইফুল আনম আজিম, হোসেন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স¤প্রতি বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক হালিম মৃধার ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদ জানানোর পর বুধবার রাতে দুই নেতার বাসায় হামলার ঘটনা ঘটেছে। কারও সঙ্গে মতের বিরোধ থাকলে তা ভিন্নভাবে মীমাংসা করা যেত, এভাবে হামলা করা অনুচিত। তাই আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করছি। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।