ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য গাজী আজিজ ফেরদৌস এর একমাত্র মেয়ে আফরিন আজিজ (৪৫) বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার তিনি প্রাথমিক সদস্য পদের ফরম পুরন করে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর চেম্বারে তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে জমা দেন।
আফরিন আজিজ সাংবাদিকদের বলেন,‘ আমার বাবা ঝালকাঠি পৌরসভা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সালে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। পিতার রাজনৈতিক আদর্শ বুকে ধারন করে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হতে চাচ্ছি। আমি আমার বাবা যতদিন
বেচে ছিলেন সাধারন মানুষের জন্য সততার সাথে কাজ করেছেন। আমার বাবার নামটি যাতে সাধারণ মানুষ ভুলে না যায় সেজন্যই আমি বিএনপির ফরম পূরণ করেছি। জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সাংবাদিকদের বলেন,‘ গাজী আজিজ ফেরদৌস এর মেয়ে আফরিন আজিজ বিএনপির সদস্য ফরম পূরণ করে জমা দিয়েছেন।
তাকে সদস্য পদ দেওয়া হবে কিনা তা দল বিবেচনা করবে। প্রসংগত, গাজী আজিজ ফেরদৌস ১৯৯১ সালে ৫ম এবং ১১৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঝালকাঠি-০২ আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গাজী আজিজ ফেরদৌসকে নমিনেশন না দিয়ে ইসরাত সুলতানা ইলেন ভ‚ট্রোকে নমিনেশন দিলে গাজী আজিজ ফেরদৌস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন এবং রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। ২০০৫ সালের ১৩ ডিসেম্বর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে তিনি মৃত্যু বরণ করেন।