মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বরগুনার বামনায় সাপের কামড়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কোন প্রজাতির সাপে ওই নারীকে কামড় দিয়েছে সেটা নিশ্চিত জানাতে পারেনি পরিবারের লোকজন। এঘটনায় এলাকায় রাসেল ভাইপার আতংক বিরাজ করছে। আজ সোমবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার যাদবপুরা গ্রামে। নিহত ওই নারী নাম মোসা. বেবী বেগম (৪০), সে ওই গ্রামের মো. আফজাল মাতুব্বরের স্ত্রী। বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতিমা আক্তার এ্যানী বলেন, রোগীকে দুপুর ২টার দিকে সাপে দংশন করে। প্রায় ৫ ঘন্টা পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ততক্ষণে সে মারাগেছে। তবে ধারনা করা হচ্ছে বিষাক্ত সাপে তাকে দংশন করেছে ফলে দ্রুত তার শরীরে বিষ ছড়িয়ে পরেছে। এদিকে ওই নারীর স্বামী আফজাল মাতুব্বর জানান, কোন প্রজাতির সাপে তার স্ত্রীকে কামড় দিয়েছে তা তিনি জানেন না। তিনি আরো জানান, স্ত্রী বেবী বেগম তাকে দুপুরের খাবার দিয়ে নিজে খাওয়ার উদ্দেশ্যে আলমারিতে প্লেট নিয়ে আসতে যায়। তখন আলমারির ভিতরে থাকা সাপে তাকে কামড় দিলে সে তাকে নিয়ে দ্রুত ওঝার কাছে যায়। সেখানে ঝাড়ফুক দিয়ে তার বিষ নামানোর চেষ্টা করেন। পরে ওঝা রোগীকে বামনা হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে আসার পরে রোগী মারাগেছে বলে জানান চিকিৎসকরা। এদিকে অজ্ঞাত সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনায় বামনা উপজেলাসহ আশে পাশে এলাকায় রাসেল ভাইপার আতংক বিরাজ করছে।