করোনা মহামারীর কারণে প্রেক্ষাগৃহ সিনেমা দেখা এখন অসম্ভব প্রায়। এমন পরিস্থিতিতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, এরমধ্যে নতুন চারটি ওয়েব সিরিজ নির্মাণে হাত দিয়েছে তারা। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ও নির্মিতব্য আরও তিনটি চলচ্চিত্র আসবে ওটিটিতে।
ওয়েব সিরিজগুলোর নাম ‘অনুতাপ’, ‘পাপ’, ‘বারুদ’ ও ‘খোঁজ’। এরমধ্যে ‘অনুতাপ’ পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার। ছবিগুলোর মধ্যে আছে ‘জ্বীন’, ‘এম.আর ৯’ ও ‘মাসুদ রানা’। জাজ জানায়, জাজের ৩টি সিনেমা করোনার কারণে মুক্তি দিতে পারছে না।
এগুলো বিগ বাজেটের। ২-৩ কোটি টাকার ওপর এগুলোর বাজেট। এত টাকা কোনোমতেই ৫০ হল থেকে উঠে আসবে না। তাই, জাজ এখন থেকে ওটিটির জন্য ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান আবদুল আজিজ বলেন, জাজ আর নতুন কোনও সিনেমা বানাচ্ছে না।
কারণ তিনটি ছবি এরমধ্যে আটকে আছে। এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওয়েবের ক্ষেত্রেও জাজ তার পুরনো সুনামের সাথে কাজ করার চেষ্টা করবে।