নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশাল নগরীতে এক রিকশাচালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা রাতে শহরের বগুড়া রোডে একটি আসবাবপত্র বিক্রয় কেন্দ্রের সম্মুখে তাকে কুপিয়েছে ৫থেকে৭ যুবক। পরে তাকে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে পালিয়ে গেছে। অজ্ঞাত পরিচয় ওই রিকশাচালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে রিকশাচালককে রাস্তার ওপরে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে রিকশাচালক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এসময় যুবকেরা মৃত ভেবে দৌড়ে পালিয়ে যায়।
কোতয়ালি থানা পুলিশ জানায়, রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রিকশাচালককে কে বা কারা এবং কি কারণে কুপিয়েছে এ ব্যাপারেও পুলিশ নিশ্চিত হতে পারেনি।