মানববন্ধন কর্মসূচিতে বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, কর শাখার কর্মকর্তা বেলায়েত বাবলু, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মো. মাসুম, কাজী মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা রেজাউল করিম রেজা এবং শফিকুল আজম বক্তব্য রাখেন।
মানববন্ধনে বিসিসির পরিচ্ছন্ন শাখার সহকারী কর্মকর্তা রেজাউল করীম রেজা ও শফিকুল আজম বলেন, মামলার কারণে পরিচ্ছন্নকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। এসব কারণে তারা পরিচ্ছন্ন কাজ থেকে বিরত রয়েছেন। মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে পরিচ্ছন্নকর্মীরা কাজে যোগ দেবেন না
নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহ্ সাজেদা বলেন, নগরীর বিভিন্ন এলাকার সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা গেছে। গত দুদিন ময়লা অপসারণ না করায় ছড়িয়ে-ছিটিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।
গত বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার-ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় কয়েক দফায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে আনসার সদস্যরা। হামলার ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। দুটিতেই বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে।