স্টাফ রিপোর্টার, বরিশালঃ
নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকরে সোমবার দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থবিধি অমান্য করায় জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে মোবাইল কোর্টের অভিযানে ১২ ব্যক্তিকে আটক, ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার সাতশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একইদিন স্বাস্থ্যবিধি অমান্য করায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে চারটি মামলায় চার হাজার একশ’ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস মোবাইল কোর্ট পরিচালনা করেন।