নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
চলমান কঠোর লকডাউনের অস্টম দিনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয়টি মামলায় ১০ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার কসবা গো-হাট ও টরকী বন্দরে অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করা হয়। এ সময় করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক মাইকিং করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।