নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
কঠোর লকডাউনের তৃতীয়দিনে শনিবার বেলা এগারোটার দিকে বিভাগীয় শহর বরিশালে রাস্তায় অপ্রয়োজনীয় চলাচলরোধে বিজিবিকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী, মোঃ মুশফিকুর রহমান ও রয়া ত্রিপুরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অভিযান পরিচালনা করে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করেছেন।
একইদিন ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন চৌকস উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। অপরদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স মোবাইল কোট অভিযান চালিয়ে আটটি মামলায় নয় হাজার নয়শ’ টাকা জরিমানা আদায় করেছেন।