ঝালকাঠি প্রতিনিধিঃ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ কঠোর লকডাউনের আগে স্বাস্থ্যবিধি মেনে জেলার গৌরনদী উপজেলার অতিদরিদ্র ১২৮টি পরিবারের মাঝে কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্স’র খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
ইউএনডিপি’র অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় আভাস ও এইড’র আয়োজনে খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
সোমবার বিকেলে এইডের কার্যালয় সংলগ্ন এলাকায় খাদ্য সহায়তা বিতরনের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, আভাস’র প্রজেক্ট অফিসার আলী আহসান, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী এবং উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডেনিশ মারান্ডী উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারের মাঝে ১২ কেজি করে চাল, ছয় কেজি আটা, তিন কেজি ডাল, দুই কেজি তেল, চিনি, লবন, চিড়া, সুজি, ছয়টি সাবান বিতরণ করা হয়েছে।