নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশাল বিভাগের ৬ জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিনজন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু সংখ্যা ৩০১ জনের। এবং নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৯৯ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস সোমবার দুপুরে জানান, আক্রান্ত ১৭ হাজার ১৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮১ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় ৫৫ জন রোগী সুস্থ হয়েছেন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৭২ জন নিয়ে সাত হাজার ৬৪১ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে দুই ৪৩৬ জন, ভোলা জেলায় নতুন ১২ জন নিয়ে মোট শনাক্ত দুই হাজার ৩৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট দুই হাজার ৭৯ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট শনাক্ত এক হাজার ৩৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১১ জন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিগত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে ২৪ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ৫ জন এবং করোনা আক্রান্ত হয়ে একজনসহ মোট ৬ জন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ১১৮ রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ এবং ৯৫ জন আইসোলেশনে রয়েছেন।