নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
জেলা বাস মালিক সমিতি ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মাহমুদ গোলাম ছালেক (৯০) করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার বনানীস্থ কবরস্তানে শুক্রবার বাদ জুমা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
নগরীর কালীবাড়ি রোড এলাকার আখতার মঞ্জিলের বাসিন্দা মাহমুদ গোলাম ছালেক ছিলেন বরিশাল নগরীসহ তার জন্মস্থান গৌরনদী উপজেলার সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি। এককথায় তিনি ছিলেন একটি উজ্জল নক্ষত্র। জীবদ্দশায় মাহমুদ গোলাম ছালেক দীর্ঘদিন সুনামের সাথে মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বয়স বেড়ে যাওয়ায় স্বেচ্ছায় তিনি রাজনীতি থেকে অবসরগ্রহণ করেন। তিনি (ছালেক) নগরীর অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মিঞা পরিবারে জন্মস্থান করা মাহমুদ গোলাম ছালেক গ্রামের ঝড়ে পড়া ছেলে-মেয়েদের সু-শিক্ষার শিক্ষিত করার জন্য পৈত্রিক সম্পত্তিত্বে তার মায়ের নামে প্রতিষ্ঠিত করেছেন গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়।
এছাড়াও নিজের জমিদান করে প্রতিষ্ঠা করেছেন গেরাকুল সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরম্য ভবনের গেরাকুল মিঞাবাড়ি জামে মসজিদ, গেরাকুল মিঞাবাড়িতে অবস্থিত তৎকালীন মাহিলাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতাও তিনি। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এবং গেরাকুল মিঞাবাড়ির কৃতি সন্তান মাহমুদ গোলাম ছালেকের মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ জুম্মা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার নিজের প্রতিষ্ঠিত গেরাকুল মিঞাবাড়ি জামে মসজিদে দোয়া-মোনাজাত করা হয়েছে।