জনতার খবর ডেস্ক:
বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, ‘এটা নিজেরা বসে সমাধান করতে হবে।’
সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন।
তিনি বলেন, ‘বরিশালের ঘটনা এক্সাক্টলি কী, আমরা জানি না। আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি, নিজেরা বসেন। সব লেভেলেই বলা হয়েছে। কেন সবাইকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কার কোথায় ফল্ট আছে নিজেরা দেখেন। দেখা যাক, তারা সময় নিয়েছেন, নিজেরা আগে দেখি।’
ঘটনার পরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া প্রেস রিলিজের সঙ্গে একমত নন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা ঠিক হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নিজেদের অভ্যন্তরীণ বৈঠকে বিবৃতির বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছে সংগঠনটি। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিব ও পদস্থ কর্মকর্তারাও ওই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
খন্দকার আনোয়ারুল বলেন, ‘গতকাল (রোববার) আমাদের একটা মিটিং ছিল, আমি যখন কথা বলেছি তখন সচিবরা যারা ছিলেন, অন্য কর্মকর্তারা যারা ছিলেন, সবাই এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।’
ভুল স্বীকারের কোনো বিবৃতি না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা তো অ্যাগ্রি করেছে এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ভুল ছিল।’
বিবৃতির ভাষা নিয়েও কর্মকর্তারা আপত্তি করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ‘এই ল্যাঙ্গুয়েজ, এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা ছিলেন, তারাও অ্যাগ্রি করে গেছেন। এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করা ওয়েলকাম করা যায় না।’