জনতার খবর ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহম্মেদ মান্নাকে প্রশাসনের লোক পরিচয়ে রাজধানী ঢাকা থেকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। এমন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। বরিশাল সদর উপজেলায় ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনওর বাসায় হামলা ও পুলিশ-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলার আসামি ছিলেন মান্না।
এ সময় বরিশাল -পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাক ধারীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় বোনের বাসা থেকে তাকে নিয়ে গেছে বলে বড়বোন কানিজ ফাতেমা জানান।
গত বুধবার রাতে শোক দিবসের ব্যানার অপসারণের জের ধরে সিটি করপোরেশন ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের (ইউএনও) আনসার বাহিনী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, আনসার সহ অন্তত ৫০ জন আহত হয়। এ ঘটনায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ কয়েকশ নেতাকর্মীকে আসামী করে কোতয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন ইউএনও এবং পুলিশ।