ঝালকাঠি প্রতিনিধিঃ
বদ্ধু দিবসে ঝালকাঠি ইয়ামাহা রাইডার ক্লাবের বন্ধুদের নিয়ে অনুষ্ঠান না করে সেই টাকায় করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগী বিতরন করা হয়েছে। সকাল থেকে কর্মহীন অর্ধ শতাধিক মানুষের মাঝে প্রতিটি পরিবারের জন্য দুই সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দেন ঝালকাঠি ইয়ামাহা রাইডার ক্লাব।
এর মধ্যে ছিল চাল,ডাল আলু পিয়াজ,চিনি,তেল,লবন এসময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি চৌধুরী মটরস এর স্বত্তাধিকারী নিউটন চৌধুরি, ঝালকাঠি ইয়ামাহা রাইডার ক্লাবের এ্যাডমিন ইমন খান। এই করোনা মহামারিতে বিভিন্ন রকম সামাজিক কাজ করে আসছে ঝালকাঠি ইয়ামাহা রাইডার ক্লাব।
ক্লাবের এ্যাডমিন ইমন খান জানান, করোনায় কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে আমরা সবসময় থাকবো যতদিন করোনা থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।