জনতার খবর আন্তর্জাতিক ডেক্সঃ
পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রদেশটির স্কুলগুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। এখন থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কোররআনের নাজেরা তেলাওয়াত ব্যাধ্যতামূলক থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরআনের তর্জমার বিষয়টি গুরুত্ব পাবে।
পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ২০১৭ সালে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে প্রদেশটির শিক্ষা মন্ত্রী রানা মাশহুদ স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোরআনের নাজেরা বাধ্যতামূলক করেছিলো।
সেই সময়ই মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিলো, আগামীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কোরআন শরীফের তরজমা ও দশম থেকে দ্বাদশ পর্যন্ত মানুষের জীবনের বিধি-বিধান সম্পর্কিত কোরআন শরীফের যে সব সুরা রয়েছে সেগুলো পড়ানো হবে।