জনতার খবর ডেক্সঃ ৫ দিনের মাথায় আবারো পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিলো ফেরি ‘কাকলি’। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর এরই মধ্যে পরিদর্শনের জন্য ঘটনাস্থলে গেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাচ্ছিলো ফেরি ‘কাকলি’। পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছালে তীব্র স্রোতে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।
এতে কোন হতাহত কিংবা যানবাহনের ক্ষতি হয়নি, তবে সেতুর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতেৃত্বে একটি প্রতিনিধিদল পৌছেছেন।
এর আগে গত ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ২০ জন যাত্রী আহত হন। দুমড়েমুচড়ে যায় ২টি প্রাইভেটকার। এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে রো রো ফেরি শাহ জালালের। এসময় আহত হন ২০ যাত্রী।