ছবিঃ সংগৃহীত।
আন্তর্জাতিক ডেস্কঃ নেপাল এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের খোঁজ মিলেছে। দেশটির মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। বিমানে থাকা ১৯ যাত্রী ও ৩ ক্রু কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই ২৯ মে রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল।
তবে ভ্রমণের সময় মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।