জনতার খবর আন্তর্জাতিক ডেক্সঃ
নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা। ১৪০ শিক্ষার্থী নিখোজ রয়েছে, তদন্ত করছে পুলিশ।
নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা। ১৪০ জন ছাত্রছাত্রীকে অপহরণ করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ ঘটনার বিস্তারিত বিবরণ জানায়নি। তবে বন্দুকধারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
উত্তর পশ্চিম নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে সোমবার হঠাৎ হামলা চালায় একদল বন্দুকধারী। স্কুলের প্রাচির টপকে হামলা চালায় তারা। মিশনারি স্কুলটির নাম বেথেল ব্যাপটিস্ট হাই স্কুল। স্কুলের শিক্ষক ইমানুয়েল পল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৫ জন ছাত্রছাত্রী লুকিয়ে পড়েছিল। বন্দুকধারীদের হাত থেকে তারা রক্ষা পেয়েছে। স্থানীয় পুলিশ অবশ্য অপহৃত ছাত্রছাত্রীদের সংখ্যা জানায়ননি। সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সোমবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীরা তখন ঘুমোচ্ছিল।
ট্যাকটিকাল পুলিশের একটি দল অপহরণকারীদের পিছনে ধাওয়া করেছে। যেহেতু এখনো অপারেশন চলছে, তাই বিস্তারিত কিছু জানানো হবে না। তবে স্থানীয় মানুষ জানিয়েছেন, অপহরণকারীদের কেউ দেখতে পাননি। স্কুল কর্তৃপক্ষও জানিয়েছেন, অপহরণকারীদের তারা চেনেন না।