ঝালকাঠির নলছিটি উপজেলার মালিপুর এলাকার এক গৃহবধূ তার দুই মেয়েসহ ১২ দিন ধরে নিখোঁজ। আত্মীয়-স্বজনসহ পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
গত ১২ আগস্ট নিখোঁজ হওয়া ওই গৃহবধূর নাম সাথি আক্তার। তিনি মালিপুর এলাকার সিদ্দিক হাওলাদারের স্ত্রী। পরিবারের তরফ থেকে বলা হয়, সাথির খোঁজ চেয়ে নলছিটি ও ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তার সন্ধান পেলে মা নাছিমা বেগমের (০১৯৯৯৩৭৫১২৮) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মালিপুর গ্রামের সিদ্দিক হাওলাদারের স্ত্রী সাথি আক্তার দুই কন্যাসহ কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। সংশ্লিষ্টদের কাছে বেতার বার্তা পাঠানো হয়েছে। সন্ধান পেলেই তাকে উদ্ধার করা হবে।