ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নাচনমহল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। নাচনমহল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, রেজওয়ানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা, যুগ্ম আহ্বায়ক মাহফুজ দেওয়ান, স্বেচ্ছাসেবক দলনেতা তরিকুল ইসলাম, মিন্টু হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান, পৌর ছাত্রদলের সদস্যসচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তৌহিদ আলম মান্না বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করে আসছে। অবশ্যই তাদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেশ সংস্কার করা উচিত। এই সময়টুকো দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তারা বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রুখে দিতে হবে। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।