নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বরিশালের দখিনের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের উপরে দূর্বৃত্তরা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নলছিটি সাংবাদিকরা।
আজ ২৮ জুলাই বুধবার সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানিয় সাংবাদিকরা সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করে।
অতিলম্বে হামলা কারীদের আইনের আওতায় আনার দাবী জানান মানববন্ধনে অংশ গ্রহন কারিরা। উল-খ্য গত ১৮ জুলাই রাতে দূবৃত্তদের হামলার শিকারহন সাংবাদিক মিথুন।