নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এম খান বৃত্তি পরীক্ষা। এম খান বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি মাদ্রাসার ৬৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি শামছুল আলম খান বাহার জানান, মোট পাঁচটি বিষয়ে ৪০০ নম্বরে দুই দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১০০ মার্কের মধ্যে ৬০ থেকে উত্তীর্ণদের নগদ টাকা বৃত্তি দেওয়া হবে। ৮০ মার্কের ওপরে যারা থাকবে, তাদের দেওয়া হবে আট হাজার করে টাকা। আর ৬০ থেকে ৮০ মধ্যে যারা থাকবে, তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা করে। এছাড়াও পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে তাদের জন্য রয়েছে আলাদা দশ হাজার টাকা পুরস্কার।
এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানও পাবে পুরস্কার। ২০০৫ সাল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খান এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছেন। সরকারিভাবে বৃত্তি পরীক্ষা বন্ধ থাকায় বেসকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।