ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। সোমবার বিকেলে শহরের চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মিছিল শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সালাহ উদ্দিন শাহিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লাভলু সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তুম শরীফ ও সদস্যসচিব সালাহউদ্দিন রাজন। সমাবেশ থেকে স্বৈরশাসক শেখ হাসিনার বিচার দাবি করা হয়।