নলছিটি প্রতিনিধিঃ- নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ৮ আগস্ট রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে আলোচনা সভা এবং অসহায় ও দুস্থ নারীদের মাঝে অনুদানের টাকা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বঙ্গমাতা’র ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রশিক্ষন গ্রহন করা ৭ জন নারীকে সেলাই মেশিন ও ৭ জন দুঃস্থ-অসহায় পরিবারকে অনুদানের টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, ইন্সপেক্টর তদন্ত এইচ.এম. মাহমু হাসান প্রিন্স, উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি,জেলা পরিষদ সদস্য সেঁজুতি বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।