নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পর্নোগ্রাফি মামলায় লিটন বেপারী নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৬ আগষ্ট শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, বিরাট গ্রামের এক গৃহবধূর (২০) সঙ্গে এক বছর পূর্বে ফুলহরি গ্রামের লিটন বেপারির (৩৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুযোগে ওই গৃহবধূর বেশ কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে রেখেছিল ওই যুবক। সম্প্রতি ওই যুবক তার সংরক্ষণে থাকা কিছু আপত্তিকর ছবি ও ভিডিও গৃহবধূর স্বামীর কাছে পাঠায়।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সাবেক প্রেমিক লিটন বেপারিকে আসামি বৃহস্পতিবার রাতে নলছিটি থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। আটক লিটন বেপারি উপজেলার ফুলহরি গ্রামের মোসলেম বেপারির ছেলে।
নলছিটি থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আসামি লিটনকে আদালতে পাঠানো হয়েছে।