ঝালকাঠি প্রতিবেদকঃ
ঝালকাঠির নলছিটিতে সিগারেট খাওয়াতে শাসন করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে পূজা রানী (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফেরীঘাট বহরমপুর আবাসনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম। পূজা রানী ওই এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূজা তার এক বান্ধবীর সঙ্গে ধূমপান করে— বিষয়টি তার মা জানতে পেরে শাসন করেন।
পরে মায়ের সঙ্গে অভিমান করে বসত ঘরের টয়লটের মধ্যে গিয়ে নিজের ওড়না দিয়ে ফাঁস দেয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।