নলছিটি প্রতিনিধিঃ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা নামক স্থানে দুটি বাসের মুখামুখি সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। ২৩ জুন বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে আসা ইতি পরিবহণ ও নলছিটি থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে যাওয়া হিজবুল্লাহ পরিবহণের যাত্রীবাহী দুটি বাসের মুখামুখি সংঘর্ষ হয়। এসময় উভয় বাসের ২০ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আসংঙ্কা জনক, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা ও পুলিশ দূর্ঘটনা স্থান থেকে আহতদের উদ্বার করে নলছিটি-বরিশালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন। দূর্ঘটনার পর পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঘন্টাব্যাপি যানযটের সৃষ্টি হয়।
নলছিটি থানা পুলিশ গাড়ি দুটিকে সড়িয়ে নিয়ে সড়ক যানযট মুক্তি করে বাস চলাচলা স্বাভাবিক করেন।