ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ঘনকুয়াশায় ট্রাক চাপায় সেনাবাহিনীর এক পরিচ্ছন্নতা কর্মী নিহত
ও অপর দুইজন আহত হয়েছে। বুধবার রাত ০৪টার দিকে বরিশাল-পটুয়াখালি আঞ্চলিক মহাসড়কের নলছিটি দপদপিয়া ইউনিয়ন কলেজর সম্মুখের কাঠেরঘর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত সেনাবাহিনীর পরিচ্ছন্নতা কর্মী বাকী মোল্লা, তিনি লেবুখালি সেনানিবাসে কর্মরত ছিলেন। এঘটনায় আহত অপর দুইজন হলেন,সেনাবাহিনী পরিচ্ছন্নতা কর্মী আরিফুল ইসলাম ও অটো চালক বাবু হাওলাদার।চালক বাবু হাওলাদার লেবুখালি এলাকার আঃ সালাম হাওলাদারের পুত্র।
নলছিটি থানার উপ পরিদর্শক করুন বিশ্বাস পুলিশ জানান, বুধবার গভীর রাতে লেবুখালি সেনাক্যাম্পের জন্য বরিশাল পোর্টরোড এলাকা থেকে অটো ভর্তি সবজী নিয়ে সেনানিবাসের ফিরছিলেন সেনাবাহিনীর দুই পরিচ্ছন্নতা কর্মী। রাত ৪টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজে সংলগ্ন কাঠেরঘর এলাকায় মহাসড়কে ঘন কুয়াশায় অটো দিক হারিয়ে অপর পাশে চলে যায়। এতে বিপরিত দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক সবজি ভর্তি অটোকে চাপা দেয়।
এতে চালকসহ তিনজনই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত হয়। পরে অপর পরিচ্ছন্নতা কর্মী আরিফুল ইসলামকে শেবাচিমে ভর্তি করা হলেও চালক বাবু হাওলাদারকে আশংঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।