নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়ায় খ্রিষ্টান পল্লির গির্জায় পালিত হলো যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আনন্দ উৎসব।
বুধবার নানা আয়োজনে সাড়াদিন পালিত হয় বড়দিনের উৎসব। খ্রিষ্টান ধর্ম পালন কারিরা ধর্মীয় আচার মেনে প্রার্থনা,কির্তন, বাইবেল পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যদিয়ে পালন করে বড়দিনকে ।
উক্ত অনুষ্ঠানে বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুল রহমান ও নলছিটি উপজেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম উপস্থিত হয়ে বড়দিন উপলক্ষে কেক কাটেন এবং খ্রিস্টান ধর্মালম্বিদের সাথে মতবিনিময় করেন। নির্বিঘ্ন ধর্মীয় উৎসব পালন করতে তাদের সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ।