নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চুর অপসারন দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় কুলকাঠি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ইউনিয়নের সর্বস্তরের জনগনের এ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ এ কর্মসূচী পালন করা হয়।
মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিক্কার আলী বিশ্বাস, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামাল মল্লিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মজিদ তালুকদার, মোস্তাফিজুর রহমান লাবলু, ইউপি সদস্য আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, এইচএম আখতারুজ্জামান বাচ্চু চেয়ারম্যান থাকা কালে গত ১৫ বছর ইউনিয়নে বিভিন্ন রকমের নৈরাজ্য সৃষ্টি করেছে, নারী ধর্ষনসহ বিভিন্ন রকমের অনৈতিক কাজ করেছে। সাবেক এমপি আমির হোসেন আমু ও তার ব্যক্তিগত সহকারী ফকরুল মজিদ কিরনের ছত্রছায়ায় সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাই স্বন্ত্রাসী ও দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর অপসারন দাবি করা হয়।