জনতার খবর ডেক্সঃ
শিশু-কিশোর তথা যুব সম্প্রদায়ের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নওগাঁ টেনিস ক্লাবে আধুনিক মানের সুইমিংপুল, জিমনেশিয়াম এবং মিনি লাইব্রেরি স্থাপনের জন্য জনপ্রশাসন পদক ২০২০ পেয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদসহ পাঁচ কর্মকর্তা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক ২০২০ ও ২০২১ প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদকপ্রাপ্ত অপর কর্মকর্তারা হলেন- সাবেক জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, নওগাঁ সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।