ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু বলেছেন,বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি চেয়ে ছিলেন বঙ্গবন্ধু।
তাঁরই কন্যা বর্তমান প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে নিরলস কাজ করে দেশকে একটি আত্মমর্জাদাশীল জাতিতে পরিণত করেছে। বর্তমান সরকারের এই কর্মকান্ডকে সহযোগীতা করে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সকল মানুষকে করোনা ভাইরাসের মৃত্যু থেকে রক্ষা করার জন্য দেশ ব্যাপি তৃণমূল স্তর থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে এবং সকল মানুষকেই এই টিকার আওতায় আনা হবে।
তিনি শনিবার সকাল ৯টায় ঝালকাঠি পৌরসভা ৯টি ওয়ার্ড ও জেলার উপজেলাগুলোতে কোভিট-১৯ প্রতিশোধক টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদারে সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলরগণ ও পৌরসভার সচিব শিরিন সুলতানা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে টিকাদান প্রদান শুরু করা হয়। ঝালকাঠি পৌরসভায় ২ হাজার ২৫০জনকে টিকা দেয়া হয়েছে।