দুবাইয়ের আল কুজ বাণিজ্যিক এলাকায় একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই গুদামে রাখা রাসায়নিক থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুরো ঘটনা এখনও পরিষ্কার নয়।
এদিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশনস রুম জানিয়েছে, রোববার (৬ জুন) সকাল ১১টা ৯ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর পরই সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, সেখানে প্রচুর দাহ্য পদার্থ রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে এগুলো থেকেই কোনভাবে আগুন লেগেছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ওই গুদাম থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।