ঝালকাঠি প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহষ্পতিবার ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রয় সম্পন্ন হয়েছে। তফশিল অনুযায়ী সকাল থেকে বিকাল পর্যন্ত আইনজীবী সমিতির অফিস কক্ষে মনোনয়নপত্র বিক্রয় করা হয়।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক গ্রুপে জেলা বিএনপির সদস্য সচিব এড. শাহাদাত হোসেনকে সভাপতি, শহর বিএনপির সভাপতি এড. নাসিমুল হাসানকে সাধারন সম্পাদক প্রার্থী করে একটি প্যানেল এবং অপর গ্রুপে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এড. মো: নুরুল ইসলামকে সভাপতি, এপিপি এড. সোহের আকনকে সাধারন সম্পাদক প্রার্থী করে একটি প্যানেল মনোনয়নপত্র ক্রয় করেছে। এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল ইয়ারর্স কাউন্সিল এড. বিএম আমিনুল ইসলাম সাধারন সম্পাদক পদপ্রার্থী সহ ৪টি পদে মনোনয়নপত্র ক্রয় করেছে। দীর্ঘ এক দশক ঝালকাঠি আইনজীবী সমিতি আওয়ামী আইনজীবীদের দখলে থাকার পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৫ সালে ৩০জানুয়ারী আয়োজিত এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ১৯ জানুয়ারী মনোনয়নপত্র জমাদান, ২০ জানুয়ারী বাছাই, ২১ জানুয়ারী প্রত্যাহার, ২২ জানুয়ারী চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৩০ জানুয়ারী ভোট গ্রহন ও ফলাফল প্রকাশের দিন ধার্যকরা হয়েছে। নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে ২৬জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করছে। এরমধ্যে সভাপতি পদের বিপরীতে ৩জন, সহসভাপতি পদের বিপরীতে ২জন, সাধারন সম্পাদক পদের বিপরীতে ৩জন, যুগ্মসম্পাদক ২টি পদের বিপরীতে ৫জন, অর্থ সম্পাদক পদের বিপরীতে ২জন, লইব্রারীয়ান পদের বিপরীতে ২জন, ভিজিল্যান্স পদের বিপরীতে ২জন, ভর্তি সম্পাদক পদের বিপরীতে ৩জন ও নির্বাহী সদস্য ২টি পদের বিপরীতে ৪জন মনোনয়নপত্র ক্রয় করেছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার এড. সৈয়দ হোসেন জানান, বিগত দিনে গনতান্ত্রিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত না হলেও এবারে শতভাগ অবাধ,সুষ্টু, নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বারের সকল সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট নির্বাচিত পারবে। এব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।